• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯০ | এপ্রিল ২০২৩ | রম্যরচনা
    Share
  • মধুপুরের পাঁচালি: আর আসবো না : সমরেন্দ্র নারায়ণ রায়
    আর আসবো না | তেল আর নুন | কৈফিয়ৎ

    যখনি এখানে আসি
    মনে পড়ে যায় কত আনন্দ
    জীবনের সেই অন্য ছন্দ
    সেই বীথিকার সেই সুগন্ধ
    সে কান্না সেই হাসি

    এইখানে এলে পরে
    স্মৃতির চোখেতে ভেসে ওঠে আজ
    সেই পৃথিবীর সে মোহিনী সাজ
    আধ-করা কত ফেলে রাখা কাজ
    চোখে আসে জল ভরে

    তবু বার বার আসি
    কেন আসি কেন এতই মূর্খ
    সুখ কম পাবো বেশী যে দুঃখ
    দুটোর প্রভেদও বুঝি না সূক্ষ্ম
    এ যে গয়া এ যে কাশী

    এসেছি আজকে ফিরে
    অনেকেই আর থাকে না এখানে
    প্রকৃতিই শুধু সে আমি-কে জানে
    তাই বুঝি মন আজ-ও টেনে আনে
    নাগপাশে আছে ঘিরে

    আর নয় আনাগোনা
    অতীত স্বর্গ অতীতেই থাক
    মনের আয়না যায় ভেঙে যাক
    সুখের লোভ সে যতই জড়াক
    আমি আর আসবো না


    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • আর আসবো না | তেল আর নুন | কৈফিয়ৎ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments