• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯০ | এপ্রিল ২০২৩ | কবিতা
    Share
  • গোধূলি মুহূর্তে : সুরজিৎ দত্ত




    জীবনের ভিতর জীবন
    জীবনের ভিতর জীবন
    ও তারও কেন্দ্রমূলে, এখন - এই গোধূলি মুহূর্তে
    আর কোনো প্রেমের আয়োজন নেই।
    ভালোবাসার রাজকন্যা, আমার চিবুকে
    এক আলতো টোকা মেরে,
    তার সফেন শুভ্র পোশাক খুলে রেখে
    সমুদ্র স্নানে গেছে। সারা আকাশ জুড়ে,
    এবড়ো খেবড়ো উজ্জ্বল ও বিষন্ন রঙের মোন্তাজ;
    আমার মুঠো থেকে ঝরে পড়ে অবাধ্য বালি।
    দিগন্তের ওপারে কোনো এক মফঃস্বল পাড়ায়,
    একে একে ভেসে ওঠে -
    সন্ধ্যা প্রদীপ, শঙ্খ ধ্বনি ও জল-বাতাসা জীবন।

    নিত্য ও অনিত্যের মাঝে, করুণা ও ছলনার মাঝে
    আর কোনো বিভেদ নেই এখন।


    অলংকরণ (Artwork) : লেখক
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments