• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯১ | জুলাই ২০২৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : অঙ্কন ধর





    আমাকে বুঝতে হলে আমার শহরকে চেনা দরকার।
    চেনা দরকার কিভাবে অগণিত গাছের কোটরে লালিত হয় সকাল,
    পথের মাঝখানে হেঁটে বেড়ায় সম্ভ্রান্ত কিছু রোদ।
    আমাকে চিনতে হলে,
    তোমাকে সূর্য হতে হবে।
    আমাকে বুঝতে হলে তোমায় জলকে করতে হবে দেশ।
    শিখতে হবে রাত্রি নদীর ভাষা,
    হাঁটতে হবে অন্ধকার ক্যাথিড্রাল রোডে
    বা জাদুঘরে মমিদের পাশে
    আমাকে চিনতে হলে, জানতে হবে মৃতদের ভাষা।
    দেখো, চাঁদের পাহারায়
    কি নিশ্চিন্তে ঘুমায় শহর
    কি নিশ্চিন্তে ঘুমায়, পঙ্গু, আতুর অবসাদ
    আমাকে চিনতে হলে,
    খড়কুটো হতে হবে তোমায়।




    অত্যন্ত সাহসী হতে হতে
    একদিন ঠিক করেছিলে
    জলের মতো সহজ হবে তুমি
    বৃষ্টির মতো জমতে থাকা তোমার অযুত ব্যথার উপরে
    একদিন ভোর হয়ে ফোটাবে ফুল
    কিন্তু সে সব আর হলো কোথায়,
    কেবল
    পাহাড় থেকে কিছুটা মেঘ পেড়ে এনে
    তুমি বুলিয়ে নিয়েছিলে চোখে
    সেদিন থেকেই তুমি অদৃশ্য মৃত্যুলোকের একফালি চাঁদ।




    ধরে রাখো কেউই পড়লো না
    আকাশ কুসুম বসন্ত লেখা
    কুয়াশার ভিতর সাইকেল ঘন্টার সুর
    শুধু আতর হয়ে পড়ে রইলো ঘাসে ঘাসে
    ধরে নাও কেউই দেখলো না।
    কারা সব দিনক্ষণ মেপে
    তাদের ভর্তি করে আসবে খোলা হাটে
    যদিও খুঁজবে না কেউ
    তবুও দু হাত বিছিয়ে রোদে, শুয়ে থাকার শান্তি
    তোমাকেই ভালোবেসে
    এখনো,
    চিঠির আঙুলে লেগে আছে
    অনন্তের ১০৮ টা নাম।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments