• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৩ | জানুয়ারি ২০২৪ | কবিতা
    Share
  • ইতি, তোমার : নেত্রা মুখার্জী



    ইস্পাত অস্তিত্বে
    টগবগিয়ে কান্না ফোটে,
    তিন চামচ স্নেহ ঢালি
    নিবিড় বিশ্বাসে।
    সারা শরীর জুড়ে রাঙা প্রাণের রঙ।
    অবলীলায় ছুঁড়ে দিই
    এক কলম কবিতা,
    বেঁচে থাকায় সুবাস আসে।
    যখন লাল নদী হয় ঘন বাদামি
    শরতের মেঘ প্রলেপ দিই
    আকুল ভালোবাসায়।
    কপাল রেখামুক্ত,
    কপোল অবাধ স্বাধীন।
    একলা যাপনের সেরামিক পেয়ালা
    কানায় কানায় চলকে ওঠে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments