• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৩ | জানুয়ারি ২০২৪ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • মায়া : পরমার্থ বন্দ্যোপাধ্যায়



    বহুদিন আগেকার কথা
    কোনো এক অলস দুপুরে
    কোনো এক ঘুলঘুলি পথে
    কোনো এক চৌকাঠ পরে
    আলোছায়া ছায়াআলো ভরা
    মায়া খুব আলগোছে নামে

    কান পেতে মায়া শোনে সুর
    মেখে নেয় অলস দুপুর
    সেই সুর তোলে যে নূপুর
    জল ভরা টাপুর টুপুর
    নাচ শেখে ছোট এক মেয়ে

    চৌকাঠে বসে মায়া ভাবে
    কোনোদিন কোনোখানে আর
    এই মায়া ছেড়ে যাবে না সে
    সেই থেকে মায়া বাঁধা আছে
    ছোট ছোট পায়ের নূপুরে


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments