• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৪ | এপ্রিল ২০২৪ | ছোটদের পরবাস | বিবিধ
    Share
  • আমার প্রথম ছবি আঁকা: ছড়া ও ছবি : ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা

    আমার প্রথম পাখির ছবি আঁকা । প্রায় একশ' বছর আগে পূর্ববঙ্গ (অধুনা বাংলাদেশ) থেকে নেওয়া। তখনকার দিনে বাচ্চাদের এইরকম ছড়া ও ছবি আঁকা শেখানো হতো। সময়ের সঙ্গে এসবও বিস্মৃতির পথে। বয়স্ক পাঠকেরা হয়তো মনে করতে পারেন। (মন্তব্যগুলি আমার নিজের)।

    'দ' গেলো শ্বশুরবাড়ি।
    (দ-এর ল্যাজটা লম্বা করো),


    বসতে দিলো বাইশ খান পিঁড়ি।
    (জামাই আপ্যায়ন)


    কোবরেজ দিলো খাইতে বড়ি।
    (জামাইয়ের জ্বর হয়েছে, হয়তো বা ম্যালেরিয়া )।


    গায়ে দিলো লেপ কাঁথা মুড়ি।
    (হ্যাঁ। নিশ্চয়ই ম্যালেরিয়া )।


    এইক্যা টানে ফেচুয়া!!
    (এক টানে প্যাঁচা !)


    বিভিন্ন স্থান ও কালে এই ধরনের ছড়ার বিশেষ করে, হয়তো বা ছবিরও, রূপভেদ দেখা যায়। পাঠকদের অনুরোধ করছি তাঁদের পরিচিত রূপটি জানাতে।--সম্পাদক
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments