• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৪ | এপ্রিল ২০২৪ | কবিতা
    Share
  • নীলকন্ঠ : সেমিমা হাকিম



    যে কবিতা পড়ে ভ্রুকুটি করেছিল সমাজ
    সেও আদতে কারোর ক্ষোভ অশ্রু অথবা শীৎকার:
    হতে পারে অক্ষরেরই!
    বর্ণমালার পাতা জ্বলে গেছে বলে
    আশ্রয় জোটেনি দেব-সমাজের কোথাও,
    এসে জুটেছে হতচ্ছাড়া কলমের মুখে--
    উগরে দিয়েছে যত বিষ।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments