• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৪ | এপ্রিল ২০২৪ | কবিতা
    Share
  • দু'টি কবিতা: গাল ছড়াচ্ছে শূন্যতা ; যাকে বলে আলপথ : ঋভু চট্টোপাধ্যায়



    গাল ছড়াচ্ছে শূন্যতা

    আমাদের অপমান গলি বেয়ে ছুঁয়ে যায় নিজস্ব অধিকরণ।
    যারা সব মুখোশের খাঁজকাটা নদী ও নৌকার গোপন
    পরামর্শে থাকে তাদের দেহে রোদ লাগবার প্রয়োজন হয় না।
    এমনিই ঝলসে ওঠা অস্থিরতার মাঝে খুঁজে বের করা পাঁক
    ফাঁক খোঁজে মন্দিরের ঘন্টা ঠোকার।
    এদিকে এক হয়েও উপায় শূন্য দিন,
    গা থেকে বের হচ্ছে ঘামাচি ও বিতৃষ্ণার দরজা।
    কাকে যেন জ্বালামুখি বলে, জানা নেই এই শীতকালেও
    ঠিক আসন পেতে বসা যাবে কিনা।
    আসলে বর্তমানে গাছ ও ছায়ার মাঝের বন্ধুত্ব
    অনেকের অসুস্থতার কারণ।


    যাকে বলে আলপথ

    আলপথও যে একটা পথ সেই হিসাব মেলাতেই
    এই উপাখ্যানের জন্ম। অথচ বাষ্প ও মেঘের পরিপূরক
    সম্পর্ক থেকেই জল জন্ম। কে এখন কাঁদতে পারে,
    কে এখন মুখ লুকাবে পাতার পিছনে।
    কবেকার রূপকথা জন্ম দিলেও শোক ও রাস্তা
    গলির কাছে গোপন ঘরে বন্দি।
    জানি এখন ঠিক বলে মনের মত কোন বাসস্থান নেই।
    ছাদ মাঠ ও সবজির গাড়ি আটকে নতুন সংস্কৃতি
    মুখ বন্ধ করবার আরেক প্রস্তাব করতেই
    চেয়ার ও টেবিলের সম্পর্ক তৈরি হল।
    বন্ধু বলতে ঠিক যাকে বোঝা গেছিল সে এখন
    কাল জাল ও কুমিরের অঙ্ক কষে।
    এপ্রান্তে দাঁড়িয়ে দেখা ছাড়া শুধুমাত্র দুটো চোখ জানে
    প্রেত জন্মই সার্থক মহাকাব্য।




    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments