• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৪ | এপ্রিল ২০২৪ | কবিতা
    Share
  • রাত্রিজাগরণ : যশোধরা রায়চৌধুরী



    মন যদি হয় আশাবান
    তাকে কেটে কেটে জলে ধুই
    আশা রাত্রে ঘুমাতে দেয় না
    তাকে কারে দিই কোথা থুই?

    মন মলিন গন্ধমাখা
    তাকে ডানাকাটা করে ফেলি
    তার এখনি বন্ধ পাখা
    তবু আরো নির্ঘুমে শুই

    ঘুম এখন পাকায় সুতো
    আশা ঘুরে ঘুরে কথা বলে
    মন খারাপ হবেই দ্রুত
    আঁচ ঢিমে হয় পাকে পাকে

    ক্লান্তি প্রান্তিক গাঢ়, ধীর
    ব্যথা আসে আর ব্যথা যায়
    ঘুম, সঠিক দ্রবণ কত?
    কত ঘন্টায় জমে ক্ষীর?



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments