• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৫ | জুলাই ২০২৪ | কবিতা
    Share
  • তরজা : ঋতব্রত মিত্র

    রাধামহাভাবে যাত্রা অনন্তের পার
    ধ্যানসিদ্ধি? – “এহ বাহ্য, আগে কহ আর”

    ভালোবাসা নিভে যায় – অসি, দণ্ড, শূল
    “বাউলকে কহিহ – লোক হইল বাউল”

    হরি হরি, ও গোপাল, কাঁদালে কেমন?
    রাজেন্দ্রসদনে ওড়ে কত কৃষ্ণধন!

    কাম-ক্রোধ-লোভ-মোহে অন্যোন্যবিলাস
    মন্দির ঝরোখা স্তব্ধ – গুম-খুন-লাশ

    কেউ কি বোঝেনি আগে – এত বড় ভুল!
    “বাউলকে কহিহ – হাটে না বিকায় চাউল”

    কাষ্ঠপ্রতিমা শুধু অধিকারীভেদে
    কেউ ডোবে দেহপঙ্কে, কেউ বা অভেদে

    গম্ভীরা ঘিরেছে জেনো বিষবৃক্ষমূল
    “বাউলকে কহিহ – কাযে নাহিক আউল”

    অকাজে কুকাজে পাটে সূর্য ডোবে যদি
    শ্রীপাটে কীর্তন থামে চৈতন্য অবধি

    মন তো দর্পণ – তাতে ধুলো-ময়লা-ঝুল
    “বাউলকে কহিহ – ইহা কয়্যাছে বাউল”

    আউলে-বাউলে আজও দোতারা বাজায়
    সঙ্কটমোচন শব্দশক্তিকারিকায় ...



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments