

খুবই আনন্দের কথা যে, নতুনদের সংগে বাংলা দেশ থেকে প্রতিষ্ঠিত কবি, গদ্য লিখিয়েরাও এগিয়ে আসছেন পরবাসকে সমৃদ্ধ করতে। লেখার ক্ষেত্রে কিন্তু পরবাসের CTBT জাতীয় কোন হুকুমনামা নেই! সবাই স্বাগত এখানে।
ভারত ও পাকিস্তানের আণবিক-বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এ সংখ্যায় প্রকাশিত রোহন ওবেরয়ের প্রবন্ধটি যেমন, তেমনই ‘লাহোর ও বিভক্ত পাঞ্জাব’ নামক লেখাটিও বিশেষ অর্থবহ হবে আশা রাখছি।
পাঠকরা চেয়েছেন ছোটদের জন্য লেখা। এই সংখ্যা দিয়ে হইহই করে শুরু হচ্ছে ছোটদের বিভাগ! বড় পরবাসীরাও অবশ্য এখানে স্বাগত। এখানে থাকবে ছোটদের লেখা পদ্য-গদ্য, আঁকা ছবি, ছোটদের জন্য বড়দের লেখা, ধাঁধা, শব্দসন্ধান ইত্যাদি। মনে করিয়ে দিই যে ছোটদের কাছে পরবাস পৌঁছে দেবার ও ছোটদের কাছ থেকে লেখা পরবাসে এনে দেবার গুরুদায়িত্বও কিন্তু বড়দের।
পরবাসে ধারাবাহিকভাবে সুদীপ্ত চট্টোপাধ্যায়ের নাটক প্রকাশিত হয়েছে। নাট্যপ্রেমী পাঠক-পাঠিকাদের কথা ভেবে সুদীপ্ত চট্টোপাধ্যায়েরই একটি বিশেষ নাটক সংখ্যা আনতে চলেছে পরবাস। আগামী সংখ্যায় তরুণ নাট্যকার ইন্দ্রাশিস লাহিড়ীর ধারাবাহিক নাটকের সঙ্গে প্রকাশিত হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ নাটক, শাঁওলী মিত্রের প্রবন্ধ এবং আরও অনেক কিছু।
এই সংখ্যা থেকে “সহযোগী পাঠক”-এর একটি নতুন পাতা দেখা যাবে। পরবাসকে স্বাবলম্বী করে তোলার এই প্রয়াসে পাঠকরা এগিয়ে এসেছেন বলে আমরা ভীষণ আনন্দিত। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
