• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | কবিতা
    Share
  • দু'টি কবিতা: রাগ বসন্ত; ভাঙন : আর্যা ভট্টাচার্য

    রাগ বসন্ত
    ভালোবাসা পেলে পরে আমিও পায়সান্ন ছুঁড়ে ফেলে নুন দিয়ে ভাত খেতে পারি।
    সোজা উঠে যেতে পারি কাঞ্চনজঙ্ঘায়
    অক্সিজেন মাস্ক আর সিলিন্ডার ফেলে রেখে প্রথম শিবিরে।
    আতলান্তিকের মাঝে ডুবে গিয়ে জল ভরে নিতে পারি, দুই ফুসফুসে দ্বিধাহীন। নিশ্চিন্তে অক্লেশে।
    নোনা জল মধু হবে অমৃতে জীবন দেবে শান্ত স্থির গভীর বিশ্বাসে।
    আনন্দে চলতে পারি রামধনু রং ছোঁয়া নরম গোলাপী ভূঁয়ে, অ্যন্টার্কটিকায়, খালি পায়ে।
    পেঙ্গুইনের ডিম চুপিচুপি,
    বরফ ভেলায় ভেসে নিয়ে এসে, উপহার দিতে পারি যদি তুমি চাও।
    রাগ বসন্ত নিয়ে ভালোবাসা এসে গেলে,
    মগ্ন লীন এ সত্তায় শুধু তুমি, আর শুধু তুমি;
    আমি তো নেই আর কোথাও।


    ভাঙন
    ছাড়তে যদি হয় তবে পুরোটাই ছেড়ে দাও।
    পাটাতন সরে যাওয়া নৌকোর মতন ছেড়ে দিয়ে ডুবে যেতে দিতে হবে মাঝ দরিয়ায়--অসহায়।
    কিছু স্মৃতি হয়তো ডাকবে পিছু তা সে কিছু নয়।
    অনেক বছর দিন পার হলে, কদাচিৎ ডুবে যাওয়া কাছির টুকরো টাকরা, ভাঙা জাহাজের কোনো অযথা সম্পদ ডুবুরির হাতে এসে যায়।

    সে সব যেখানে থাকে, গ্রথিত প্রোথিত, সেখানেই ফেলে যাওয়া বিধি;

    সূর্য আর ফুটবে না জল ভেঙে তাদের চোখের আয়নায়
    কোনো প্রার্থনায়।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments