• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৬ | অক্টোবর ২০২৪ | কবিতা
    Share
  • মিছিলে : অনুষ্টুপ শেঠ

    যখন বৃষ্টি নামল তখন ঘাসের মতো ভিজে গেছিল মেয়েটি
    মাটির ওম, আর শিরশিরে হাওয়ায়।
    লোকটি জানে না কেন সে অন্যদিকে তাকাতে পারছে না
    এমনকী অমন মদির লীলাময়ী বৃষ্টি
    পাতায় পাতায় গান গাইছে, সেদিকেও না
    খালি এক একলা, বিষণ্ণ মূর্তি
    চিবুকে সব হারানোর ক্লান্তি আর সব ঠিক করে দেওয়ার জেদ
    এই মেয়েটা
    অচেনা অন্যজন কেউ, অন্য কারো মেয়ের মতো
    অন্য কারো হাত ধরে
    এই মেয়েটা
    নিজের মায়ের মতো, বোনের মতো,
    একা, একঠাঁই,
    খুব আলগা তিরতির করে কেঁপে ওঠা ঠোঁটের অবোধ্য শব্দগুলো
    এই মেয়েটা
    যার সর্বাঙ্গে রক্ত, আর যার চোখ দৃষ্টিহীন স্থির
    যে আজ বৃষ্টি হয়ে কাঁদছে বাংলায়
    আর
    চোখের পাতা নামালে জল নয়, রক্ত নয়, আগুন বয়ে যাচ্ছে গাল বেয়ে…



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments