• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৭ | জানুয়ারি ২০২৫ | সম্পাদকীয়
    Share
  • সম্পাদকীয় : পরবাস

    আর কয়েকদিনের মধ্যে কলকাতার বইমেলা শুরু হবে। এবারেও থীমার স্টল-এ (নং ৩১২) পরবাস হাজির থাকবে বইয়ের সম্ভার নিয়ে। আনন্দের কথা, পরবাসের ক্যাটালগে আরও ৬টি নতুন বই যোগ হবে: ইন্দ্রনীল দাশগুপ্তের উপন্যাস যুদ্ধের পৃথিবী, ইশ্‌কের শহর, অভিজিৎ সেনের উপন্যাস ও গল্পের সংকলন ঘাম রক্তের মাটি, ক্যারোলিন বি ব্রাউন-এর অনুবাদে Cautionary Tales: Stories by Rabindranath Tagore ([Publishers Weekly] BookLife Review-এর ‘Editor’s Pick’), বিনয় মজুমদারের হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ-এর অরুণাভ সিন্‌হা-র করা অনুবাদ Hospital Poems of Mathematics and Madness, এবং ‘দেবেন রায়’-এর ইংরেজি উপন্যাস Brown Man in White Light: An Immigrant Romance.

    এ ছাড়াও, এত বছর পরে এই প্রথম পরবাসে প্রকাশিত লেখার একটি সংকলন আমরা প্রকাশ করছি। পরবাসের ভাঁড়ারে সঞ্চিত লেখার সংখ্যা কম নয়। বেশ কয়েকটি এই ধরনের বইয়ের সম্পদ সেখানে রয়েছে। আমরা অত্যন্ত খুশি যে পরবাস গল্প সংকলন-এর প্রথম খণ্ড-টির পরিকল্পনা থেকে শুরু করে গল্প নির্বাচন ও সম্পাদনার দায়িত্ব নিয়েছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, এবং রাজীব চক্রবর্তী তাঁকে নানারকমের সাহায্য করছেন যাতে বইটি সময়মতো পাঠকের হাতে পৌঁছে দেওয়া যায়। এই প্রসঙ্গে বলা যায় যে, কলকাতায় বইয়ের বাজার যেন বেশিরভাগ সময়েই ক্ষীণস্রোতা এক নদী, কেবল বইমেলার সময়ে বন্যার কারণ হয়ে দাঁড়ায়। ফলে বইয়ের কারিগরদের হাতে বছরের অধিকাংশ সময়ে বিশেষ কাজ না থাকলেও এই সময়ে কাজ প্রত্যাখ্যান করতে হয়। শুধু উৎসব-কেন্দ্রিক বাজার কি ভালো? আমরা, প্রকাশকরাও দায়ী অবশ্যই। চেষ্টা করব পরবাসের নতুন বইগুলি এবারে যাতে বছরের অন্য সময়ে প্রস্তুত করা যায়।

    সাতাশ বছর আগে পরবাস-এর প্রাক্কালে আমাদের লেখকদের মধ্যে বোধহয় কারোই কোনো প্রকাশিত বই ছিল না। (তখন অন্তত প্রকাশিত বলতে ‘কাগুজে’ বই-ই বোঝাত, এখনও বাস্তবিক পক্ষে তাই-ই বোঝায়।) এখন সে অবস্থার বিশাল পরিবর্তন হয়েছে। গল্প সংকলনে আরো কিছু গল্প যেতে পারত, কিন্তু দেখা গেল নির্বাচিত কিছু গল্প প্রায় একই সময়ে অন্য বইতে প্রকাশিত হয়েছে বা হতে চলেছে। এই কারণে অনুষ্টুপ শেঠ, চম্পাকলি আইয়ুব, পরমার্থ বন্দ্যোপাধ্যায়, এবং শাম্ভবী ঘোষের গল্পগুলো নেওয়া গেল না। পরবাস-এ প্রকাশিত লেখা ও লেখক বিভিন্ন বইয়ের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছোচ্ছেন এটা খুবই আনন্দের কথা। সর্বতোভাবে সাফল্য কামনা করি এঁদের। এতদিন পরবাস কাগুজে বই প্রকাশের দিকে নজর দেয়নি, কিন্তু এখন আমাদের লেখকবৃন্দের বই প্রকাশের কথা ভেবে দেখতে 'পরবাস' আগ্রহী। আমরা সকলকে, বিশেষ করে লেখকদের এ বিষয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা জানাতে আহ্বান করছি।

    দেরিতে হলেও সবাইকে ইংরেজি নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments