• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৮ | এপ্রিল ২০২৫ | কবিতা
    Share
  • অগ্রন্থিত : ঋভু চট্টোপাধ্যায়


    তারপরেই গ্রন্থিত শরীরে আগুন খসে, পড়ে থাকে মাটি
    জল ও শূন্যতার আখ্যান। ভিতরের জমা শোক এখন
    মূর্ত প্রাচীর অথবা পড়ে থাকা হরিবোল,
    এখনই হিসাব হবে ব্যাঙ্কের পাশবই কিভাবে জায়গা নেবে
    নতুন উত্তরসূরী। তারপরে জমা সব বাঁধা সুতো একে একে
    গন্ধ মাখা দিনে মুক্তির রোজনামচা খুঁজে কারো শরীরে
    নতুন ঘাম গন্ধ নেবে। এভাবেই জন্ম সব এভাবেই আগুন ছোঁয়া,
    জমা শোক নদীর সাথে, তবুও কারা যেন ভুল কান্নায় বাঁচার অঙ্ক আঁকে।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments