• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৯ | জুলাই ২০২৫ | কবিতা
    Share
  • বিদায় সরস্বতী : সুজিত বসু

    বনহরিণীর মতো চঞ্চলা তার ডাকে ঘরছাড়া
    বুকের মধ‍্যে রণভেরী বাজে, দস‍্যুর লাফালাফি
    তার শরীরের মাদক স্বেদের ঘ্রাণে মন দিশাহারা
    ডাকে ইশারায় শিশিরকোমল জ্যোৎস্নাসিক্ত নাভি

    প্রতি বিভঙ্গে খাজুরাহো যেন মূর্ত শরীরে তার
    নাচের ছন্দে দেবার্চনায় মগ্ন সুঠাম উরু
    কত অরণ্য পার হয়ে যাওয়া, কত দিগন্ত পার
    উত্তেজনায় বিপথে পা দেওয়া, পতনের সেই শুরু

    কুয়াশায় মোড়া সব পথঘাট, নিমগ্ন ঘুমে পাড়া
    স্মৃতিভ্রষ্ট ঘুরিফিরি আমি, ডুবেছি নেশার ঘোরে
    অবাধ‍্য মন তার আহ্বানে শুধু দিতে চায় সাড়া
    রাতের শরীরী ক্লান্তি নিয়েই জাগি প্রতিদিন ভোরে

    হরিণী কখন বাঘিনী যে হলো, বদলালো তার রূপ
    না বুঝে আহত, ঘরে স্তূপাকার জমা আজ শুধু ক্ষতি
    ঐশ্বর্যের দেবী ছেড়ে যান, বসে থাকি নিশ্চুপ
    নিশ্চিত জানি এবার বিদায় নেবেন সরস্বতী।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments