• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৯ | জুলাই ২০২৫ | কবিতা
    Share
  • ভ্যান গঘের বুড়ো : অলোকনাথ মুখোপাধ্যায়

    হতাশা যখন ঘিরে ধরে, একজন মানুষ
    মাথা নিচু করে বসে থাকে
    হয়ত জলও আসে চোখে, হারিয়ে যেতে পারে
    সব স্বপ্ন
    হতাশা যখন খুব গাঢ়, চেপে বসে মনের মধ্যে
    একজন মানুষ, দু'হাতে মুখ ঢেকে রাখে,
    ভেঙেও পড়তে পারে কান্নায়, কিম্বা
    স্থবির হয়ে যায়
    কাঠের চেয়ারে বসে শুনতে পায়
    কাঠ চেরাইয়ের শব্দ, গাছের যন্ত্রণা আর
    নিঃশব্দ আর্তনাদ
    জানলার ধারে, এইভাবে সারাক্ষণ বসে থাকে
    ভ্যান গঘের বুড়ো--নাকি, ভ্যান গঘ নিজেই!



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments