• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৯ | জুলাই ২০২৫ | কবিতা
    Share
  • বিষাদজল, অবন্ধুতা : অনুষ্টুপ শেঠ

    বিষাদজল, তোমার সঙ্গে ওতপ্রোত ভেসে যাওয়ার কথা ছিল
    অথচ সেই কূল ছাপানোর মুহূর্ত এল না।
    তার আগেই, দিন ঢলে গেল হারানো পথের বাঁকে।

    সকাল থেকে সন্ধ্যা অঝোর বৃষ্টি, কিন্তু
    একটা ফোঁটাও তোমাকে ছুঁতে পারেনি, তাই তুমি আজও
    পরিত্যক্ত দীঘির মতো
    একলা, নিস্তরঙ্গ ও সবুজ রয়ে গেলে।

    কতবার এমন চারদিকের মাটি কাদা হল, ভিড় হল মদের দোকানে
    যারা বাইরে ছিল, ঘরে ফিরল। যারা ঘরে ছিল, দোর দিল। তুমি
    থিতিয়ে পড়ে রইলে
    কাঁদতে না জানা আহত সরীসৃপের নিঃসঙ্গতায়।

    বিষাদজল, তোমার সঙ্গে অনন্ত ভেসে যাবার কথা ছিল,
    অথচ আমরা দুজনে দুজনের দিকে শুধু
    অপমান ভাসিয়ে দিলাম।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments