• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৯ | জুলাই ২০২৫ | কবিতা
    Share
  • অহং : যশোধরা রায়চৌধুরী

    আমার অহং আমি নিয়ে চলব সকলের আগে
    আমি ও আমার এই বহু যত্নে রক্ষিত ইস্পাত

    আমার অহং আমি নিয়ে চলব সকলের আগে
    বালক যেভাবে রাখে চপ্পলের আগে খোলামকুচি
    তোমা হতে মহত্তম তোমা হতে পবিত্র লেখনী সেটিই বাগিয়ে ধরব ধর্মযুদ্ধে যেমত সঙ্গিন
    আমার অহং আমি নিয়ে চলব পতাকার মত ওটিই আমাকে রাখবে ভাসিয়ে বাতাসে অনুক্ষণ
    ওটিই বাঁচাবে, নইলে ধারাস্নানে কলঙ্ক লেপন কীভাবে এড়াব আমি, কীভাবে তাকাব শূন্যপানে
    আমি নাকি ল্যাদারুস, বেশি ভাল, হ্যাবলা ক্যাবলা মত
    ঈষৎ হাঁ করা আর সর্বজনে জনপ্রিয় হতে

    আমি নাকি সকলকেই আদরে ও প্রশংসায় রাখি
    আমার অহং আজ ঢাল হবে সচ্ছিদ্র যাপনে

    পিঠে যারা ছুরি মারবে, তারা জানবে আমার অহং-ই
    তাদের সবুজ ঈর্ষা দেখে আরো খরশান জাগে।
    আমার অহং হোক আজ শস্ত্র, আঘাতের আগে
    আমার অহং হোক আজ শস্ত্র, আঘাতের আগে
    কারা আছে শব আর উৎসবের মহড়ায়, মৃত্যু বেচে খায়
    আমার অহং সেই শূল হোক। নির্লজ্জ যাপনে
    বিঁধে যাক, ফুটো হোক বড় বড় বেলুন-উল্লাস!



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments