• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৯ | জুলাই ২০২৫ | কবিতা
    Share
  • প্যারাসিটামল : সুবীর বোস

    হয়ত ভুলেই গেছি জটিল সাঁতার, অলিগলি
    তবু আজও দিঘির চাতালে
    অনিত্য বুদ্‌বুদ যদি ভেসে ওঠে সিঁড়ি বরাবর--
    মনে হয় হলুদ শাড়িতে তুই-- দীর্ঘ ভেজা চুল
    জুলাই লিখছিস যেন বৃষ্টির আদলে!

    এই কথা শুনে তোর জ্বর এল নাকি!

    তুই-ই তো শরীরে ফোয়ারা তুলে একদিন খুব বলেছিলি,
    এইবার জ্বর-টর এলে
    মোড়ের দোকান থেকে জটিল সাঁতার কিনে
    আমাদের অসুখ সারাবো।

    চল তবে সাঁতারের মহড়া দিয়েই আজ অসুখ সারাই!



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments