• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৯ | জুলাই ২০২৫ | কবিতা
    Share
  • বৃষ্টি ও সকাল : দিলীপ মাশ্চরক

    চিনির দানার মতো বৃষ্টি , তুমি একা
    এলে বারান্দায়
    সারা রাত ঘুম হয়নি , চোখের তলায়
    ভাঙা কাজলের দাগ , ভিজে পায়ে
    হেঁটে এলে বারান্দায় , আঁচলে বৃষ্টির মৃদু ঘ্রাণ

    দাঁড়াই তোমার কাছে , যেভাবে বাতাস
    থামে শীর্ণ শাখাটির কাছে , ঘোরে ফেরে
    নতুন পুরনো মেঘে বহুকাল পরে
    দেখা হয় , মেয়েটিরও চোখ ছলোছল
    বাতাস এভাবে এল , পাতাকে নাড়ালো
    হাত ধরল , বারান্দা থেকে নেমে , ঝোপের ওপাশে

    শিশির অথবা বৃষ্টি , রৌদ্রসখা এমন সকাল ...




    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments