• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০০ | অক্টোবর ২০২৫ | কবিতা
    Share
  • জীবনের ছেঁড়া টুকরোগুলি : অঞ্জলি দাশ





    তোমার সুখের নাম মিথ্যে, মেনে নাও।
    অ-সুখের হাত ধরে পেরোলে এতটা পথ
    সে তোমাকে কোনোদিন ছেড়ে গেছে?
    কোনোদিন বলেছে এখানে থামো?
    খানাখন্দ, ধুলোবালি কোনোক্রমে পেরোচ্ছো যখন,
    দুই ফোঁটা সুখের বৃষ্টিজল পিছল করেছে হেঁটে যাওয়া।



    তোমাকে যে বাঁধতে চাইছে
    সে তোমার পিছনে আসবে জেনো।
    প্রথম আলোর বিন্দু তোমাতে প্রণত... ছায়াবৃত সেইজন
    সৃজনের আদি উৎস,
    পথের বন্দনা তোমার পায়ের পাতা ঘিরেই প্রথম...
    যে তোমার বন্ধন প্রয়াসী,সে তোমারই ছায়ায় আবৃত।



    বন্ধ ঘরে ভাষামেঘ তৈরি করি একা সারাদিন
    মেঘ উদ্বায়ী, কল্পনালতায় তার ডানা বেঁধে রাখি,
    বসতে দিই শাদা পাতা জুড়ে...
    দিন শেষ হলে দেখি শব্দ সব ধুয়ে গেছে।
    হয়তো মেঘের গায়ে জল লেগেছিলো,
    স্বপ্নে কখনও সমুদ্র এসেছিল মানি।



    চোখে ঘুম মেখে নিয়ে দরজায় টোকা দিই যার
    তারই দেশে আজীবন স্বপ্নে পারাপার।
    তার কাছে সত্যি ঋণ, মিথ্যে অহঙ্কার।
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments