• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০০ | অক্টোবর ২০২৫ | কবিতা
    Share
  • যা আমাদের ছিল না : ইন্দ্রনীল দাশগুপ্ত


    সেই শহরটা আমাদের ছিল না, সেই মৃত্যুর চেয়ে আকর্ষণীয় দরজাগুলো নয়
    যারা আমাদের একজনের নিঃশ্বাস থেকে বেরিয়ে অন্যজনের ফুসফুস করত জয়
    এমন কি সেই প্রাগৈতিহাসিক বাতাসের কণারা -
    কেউ কখনো আমাদের ছিল না তারা।

    খেলা শেষ হয়ে যাবার পর শহরের পড়ে থাকত একটা নদী
    মাঠ পেত পূর্বপুরুষদের অস্থি দিয়ে গড়া কেল্লার মতো স্কুলবাড়ি অবধি
    বিকেলের অবহেলিত আলো, যে উঠতে চাইত না 'আর একটু বসে যাই' বলে -
    এসবেও আমাদের অধিকার ছিল না সন্ধ্যা হলে।

    আমাদের শুধু ছিল ঢাকের বাজনার মতো অবিচ্ছিন্ন সুখ -
    ভোরের স্বপ্নের মতো হালকা ফুঁয়ে ভুলে যাওয়া প্রাত্যহিক ক্ষতি
    ঝড়ের মুস্তাফা হয়ে একসঙ্গে ছুটে চিনে রাখার অনুমতি
    ধুলোর পুতুলদের উড়ন্ত ধুলোর মতো মুখ।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments