• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০০ | অক্টোবর ২০২৫ | কবিতা
    Share
  • তদ্‌গত : ঋতব্রত মিত্র


    অভাব আমার স্বভাবে—
    সদ্ভাবের ঘরে ঢুকতে মানা !
    দ্বন্দ্বমুখর বস্তুবাদের
    ভিন্ন রকম টালবাহানা

    প্রসাদ পেলে প্রসন্ন হই,
    মন ভেঙে যায় অপ্রসাদে
    ভাবের বিষয় ভাবার বিষয়
    দ্বন্দ্বকুশল বস্তু বাদ-এ

    মীমাংসা নয় মনঃপূত
    ক্ষোভের আগুন ধিকিধিকি,
    পরকালের হাতছানি দেয়
    ইহকালের প্রাত্যহিকী

    গানের করি তত্ত্বতালাশ
    যত্ন করি নিজের সুরের,
    শুভেচ্ছাতে লাভ কী—যদি
    প্রয়োগ শত হস্ত দূরে?

    জীর্ণ পুঁথির শূন্য পাতায়
    কে রয়ে যায় মানে-হুঁশে?
    তদ্গত সেই তত্ত্ব খুঁজি
    যে তত্ত্ব যায় তৎপুরুষে



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments