• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০০ | অক্টোবর ২০২৫ | কবিতা
    Share
  • মুখোশের খেলা : আর্যা ভট্টাচার্য


    ভালোবাসা! তুমি কি বাতাস? রূপহীন মূর্তিহীন--
    কখনো আলতো ছোঁয়া কখনো দামাল!

    ভালোবাসা! তুমি কি জুয়াড়ি নেশাখোর? পাঁজরকে ঘুঁটি করে আশ্চর্য চৌরস!

    ভালোবাসা! তুমি কি নিজেকে জ্বালানো দাবানল? শরীরে আগুন আর সে আগুনে ঝলসানো ঘর!

    ভালোবাসা! তুমি কি ঘাতক? নষ্টসুখ, নষ্ট স্বপ্ন--
    কলজে ফালাফালা করে দাও আঁশ বটি দিয়ে, বাগে পেলে?

    ভালোবাসা! তুমি কি বানানো রূপকথা!
    স্বপ্নের আঙিনায় ঘর বাড়ি গাঁথা?

    ভালোবাসা! তুমি কি মহুয়া ফুল? মাদক আস্বাদ? তুমি কি শীতলপাটি? গ্রীষ্মের দুপুরে ছায়াগাছ?

    ভালোবাসা তুমি কি ঈশ্বর? আকর্ষণে হাতছানি দাও বারবার আকুলিত প্রার্থনার শেষে! বিশ্রান্তির অনুভব। সমে আসা শুদ্ধ শান্ত রস!

    হে প্রেম! হে ভালোবাসা! মুখোশের খেলা শেষ করো। তোমার গোপন মুখ, অপেক্ষার চোখ ভরে দেখি একবার।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments