• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০০ | অক্টোবর ২০২৫ | কবিতা
    Share
  • দু'টি কবিতা: আলোমুখী বারান্দা; এইটুকুই : সেমিমা হাকিম



    আলোমুখী বারান্দা

    ক্রমশ সরে যাচ্ছি নিজস্ব বারান্দা থেকে;
    জমা হচ্ছে শুকনো পাতার স্তূপ,
    বৃষ্টি ফোঁটার দাগ,
    ধূর্ত কোকিলের শেষ সুর।

    বাইরের মহানিমের ডালে এখন কাকের বাসায় ভাঙা ডিমের খোল,
    বারান্দার রেলিংয়ে মা কাকের ক্রমাগত ডানা ঝাপটার শব্দ!

    প্রতারণার গল্পের পৌনঃপুনিকতা অসহ্য, তাই
    স্বেচ্ছায় সরে যাচ্ছি আলোমুখী একমাত্র বারান্দা থেকে।


    এইটুকুই

    অথচ ভাবতে পারছি না এতটা পথ চলে এসেছি একসাথে!
    আমার সাত সতেরোর গল্প,
    তোমার বিরক্তিহীন হেঁটে চলা,
    অঙ্কের খাতার মার্জিনে কাটাকুটি খেলার মতন খেয়ালী;
    সেখানে হার জিত ছিল যেমন
    আবার কখনও তা অমীমাংসিত
    তাই হাঁটায় ছেদ পড়েনি।

    আমরা পাতা উল্টে নতুন পাতায় হিসেবী অঙ্ক কষেছি
    আবার টুকরো সুযোগে খুঁজে নিয়েছি যৌথ সময়।

    এইটুকুই



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments