• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০০ | অক্টোবর ২০২৫ | কবিতা
    Share
  • বর্ণমালা : সুশোভন দাশগুপ্ত

    নামিয়ে জোয়াল আস্তাবলের দরজা দুহাট,
    ফেরার ডাকে বৃষ্টি ভেজায় ফেরারি মন।

    শেষ স্টেশনের একটু আগেই খরস্রোতা,
    স্রোতস্বিনী থমকে পথের দিক বদলায়,
    আগুন ছোঁয়ার অচিন দিশায় টলমলে খুব,
    পথের দুধার আবছা আলোয় গোলকধাঁধা।।
    জটিল নদীর চলন এখন কূল ভাসানো,
    উদাস পাহাড় একটু ঝুঁকে ডাকছে খেয়ায়,
    ঘুমিয়ে পড়া ইচ্ছেরা ঘুম ভাঙার ছড়া
    ছড়িয়ে দিয়ে বলছে সময় সহজ এখন।

    কূল ভাসিয়ে আকুল বাতাস উধাও হঠাৎ,
    চালচিত্তির আকাশ এখন বাঁধন ছেঁড়া—

    এইতো সেদিন অন্যরকম বিকেলে এক
    কুড়িয়ে পাওয়া লক্ষ্মীছাড়ার সুখের কড়ি,
    এরই মাঝে হাত ফসকে তেপান্তরের
    গল্প গাছার চরিত্র সব ইদিক সেদিক।
    এই খেলাটা খেলতে এসেই মন কেমনের
    গান শোনা যায় অন্তঃপুরে বিহান বেলায়,
    খেলুড়ে সব ধাঁই ধপাধপ ভোকাট্টা ফুস
    ছক্কাটা তাই এক্কা দোক্কা ছাতিম তলায়।

    জোয়ার এলেই মাদল বাজে ভাটির টানে,
    বর্ণমালায় আখর সাজায় উদাস বাউল।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments