• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০০ | অক্টোবর ২০২৫ | কবিতা
    Share
  • রঙ্গ : চিরন্তন কুন্ডু


    আরে না না, আহামরি কিছু নয়
    অন্ধকার প্রেক্ষাগৃহটৃহ— প্রশ্নই ওঠে না
    রাস্তার আলোর পাশে মাঠ
    এখানেই মঞ্চ বেঁধে আমাদের পুজোর নাটক
    কেউ পার্ট ভুলে যায়, মাইক বিগড়োয়,
    মঞ্চে বেড়াল উঠে পড়ে,
    সামনের সারিতে বাচ্চা উল্লাসে চেঁচিয়ে ওঠে— মা
    কোনো তুঙ্গ অভিনেতা নেই, সমাজবদল নেই,
    একান্তই আমাদের, আমাদের প্রিয়জনদের
    ছেলেখেলা বলতে পারেন—
    যেমন ধরুন এই কাদামাঠে ফুটবল,
    জেগে ওঠা, ভেসে যাওয়া,
    আগুনজলের বেড়ে পাক খেতে খেতে
    মাটির গোলকে চড়ে সূর্যপ্রদক্ষিণ

    মণ্ডপে দাঁড়িয়ে
    দেবী দেখে চলেছেন
    প্রসন্নবদনা



    অলংকরণ (Artwork) : অভিশংকর মিত্র
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments