• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০০ | অক্টোবর ২০২৫ | সম্পাদকীয়
    Share
  • সম্পাদকীয় : পরবাস

    প্রথমে সবাইকে শারদ শুভেচ্ছা জানাই।

    এক অলস প্রহরে পরবাস-এ বিচরণ করতে করতে হঠাৎ নীচের জিনিসটি দেখে থমকে গেলাম--

    আন্তর্জালের ইতিহাসের নিরীখে এটিকে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ধরা যেতে পারে।

    জানি না ২৮ বছর পরে ২০ হাজার সংখ্যাটি এখন কোথায় এসে দাঁড়িয়েছে। আর ওয়েবজিনের সংখ্যাই বা কত।

    পরবাসের প্রথম সংখ্যাতে সবসুদ্ধ যত লেখা ছিল এই ১০০-তম সংখ্যাতে শুধু গল্পের সংখ্যাই তার চেয়ে বেশি। গল্পের পাশাপাশি রয়েছে প্রবন্ধ, কবিতা, উপন্যাস, রম্যরচনা, স্মৃতিচারণ, ছবি, নাটক, অনুবাদ, গ্রন্থ-সমালোচনা ইত্যাদি। এই সংখ্যাতে অনেকদিন পরে কিছু কার্টুন, ছোটদের বিভাগে কমিক রইল, আশা করি আমরা ভবিষ্যতে এ জাতীয় জিনিস আরো পাব। এ ছাড়া কয়েকটি ব্যক্তিগত বা স্মৃতিচারণামূলক লেখা আছে পরবাস-কে ঘিরে।

    প্রায় দু'দশক ধরে পরবাস, ইন্‌ক্‌-এর একমাত্র বাহন পরবাস ওয়েবজিন হলেও এখন সেটা তার একমাত্র বাহন নয়, শীগ্‌গিরই আন্তর্জাল বা তার বাইরের পাঠকের জন্য আমাদের প্রকাশিত 'কাগুজে' বইয়ের সংখ্যা তিরিশের উপরে চলে যাবে। আমাদের কতকগুলি বইয়ের সমালোচনাও এই সংখ্যাতে রইল। 'বইয়ের জানালা' নামের এক নতুন বিভাগে এই বইগুলি থেকে ছোট ছোট অংশ প্রকাশ করার কথা ভাবা হচ্ছে।

    প্রায় শুরু থেকে পরবাস বিশেষ করে ভারতের বাইরে উৎসাহী পাঠকদের হাতে বাংলা (ও তার অনুবাদ) বই ও পত্রিকা 'পরবাস বুক স্টোর'-এর মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজে ব্রতী হয়েছিল। সেখান থেকে অন্যান্য বইয়ের সঙ্গে পরবাসের বইও পাওয়া যায় ও যাবে।

    শুধু একটি সংখ্যার মাধ্যমে পরবাসের এই দীর্ঘ যাত্রার সব অঙ্ক তুলে ধরা যায় না, সেরকম বিশেষ চেষ্টাও করা হয়নি, তবু আমরা বেশ কিছু এমন লেখা পেয়েছি যাদের আলোচনার লক্ষ্য পরবাসের চরিত্রের কোনো দিক বা তার বিবর্তনের ইতিহাস। এগুলোর মধ্যে দিয়ে পরবাসের বর্তমান ও অতীতের একটা ছবি পাওয়া যাবে। এইধরনের আরো কয়েকটি লেখার প্রতিশ্রুতি পেয়েছিলাম কিন্তু এখনও সেগুলো হাতে আসেনি। আশা করি সেগুলি, এবং অন্য লেখাও পরের সংখ্যার জন্য পাব।

    বর্তমান শততম সংখ্যা পরবাসের দীর্ঘ যাত্রার আটাশ বছরের মাইলফলক । এই যাত্রায় যেসব পাঠক লেখক ও অনান্য সাহায্যকারী আমাদের সঙ্গী হয়েছেন--কখনো কয়েক মাস বা কয়েক বছরের জন্য, আবার অনেকে পরবাসের শুরু থেকেই--তাঁদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    এই সংখ্যাতে ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রার অনুবাদে বিখ্যাত হিন্দি সাহিত্যিক, নির্মল ভার্মা-র 'অন্তিম অরণ্য' উপন্যাসটি শেষ হল। নতুন উপন্যাস চাই পরের সংখ্যাগুলির জন্য। সুনন্দন চক্রবর্তী 'আমাদের যাদবপুর আর যাদবপুরের আমরা' নামে একটি ধারাবাহিক স্মৃতিচারণা শুরু করছেন।

    একটা অনুরোধ, লেখকরা যেন পরের সংখ্যার লেখা একটু তাড়াতাড়ি জমা দেন। এর আগের অনেকগুলি সংখ্যার মতো পরবাস-১০০ও বের করতে একটু দেরি হয়ে গেল। সময়ানুবর্তী না হতে পারার জের কাটাবার জন্য পরের সংখ্যার লেখা দেরিতে এলে সেটা সেই সংখ্যায় প্রকাশ করা একেবারেই সম্ভব হবে না।




  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments