• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০১ | জানুয়ারি ২০২৬ | কবিতা
    Share
  • কুয়াশা দিন : সুবীর বোস


    বয়স্ক চিল মলিন চক্ষু ধূসর এখন মাটি
    চিল ফিরে চায় পুরোনো দিন, শীতলপনা পাটি
    পুরোনো ধার? সে দূরস্থ - হাঁফায় মরা নদী
    অনুগ্রহে, মনখারাপে বিবর্ণ তাই ‘যদি’

    স্পর্ধিত তার মধ্যমা আজ শীত আসেনি যেন
    স্পর্শে সে চায় পুনর্দখল, চরম সংবেদনও
    ঘাসের ডগায় নরম শিশির - কোথায় সে সম্পর্ক
    কোথায় গেল দস্যিপনা, দীর্ঘ স্তবক, তর্ক

    জটিল এসব গদ্য ভাষায় অ-সুখ ঘন্টা বাজে
    প্রতিষেধক বর্ণমালা, সেও লাগে না কাজে
    মাটির বুকে ধূসর কফিন আকাশ ডাকে মায়া
    কুয়াশাতে শেষ দেখা যায় ধ্বস্ত চিলের ছায়া।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments