• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০১ | জানুয়ারি ২০২৬ | কবিতা
    Share
  • ভ্রমণ : অরণি বসু

    যখন কোনো বন্ধু ভ্রমণে বেরোয়
    আমিও বেরিয়ে পড়ি সঙ্গে সঙ্গে।
    এইভাবে ছুঁয়ে যাই পাহাড়-সমুদ্র,
    এইভাবে ছুঁয়ে যাই আলটপকা গান,
    কুড়িয়ে নিই ঝরাপাতা, নুড়ি-পাথর।

    এইভাবে ছুঁয়ে যাই আনন্দ-বেদনা,
    প্রশান্তি-কোলাহল, জীবন।



    অলংকরণ (Artwork) : ছবি: রঞ্জন ভট্টাচার্য
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments