• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৩ | জুলাই ২০২১ | কবিতা
    Share
  • বাবা : প্রদীপ দাশশর্মা


    বাবার পা ছিলো রবারের
    কখন যে চুপি-চুপি উঠে আসতেন
    ঘুমে গড়িয়ে গেছি, টের পেতাম না
    বিন্দু বিসর্গ। বাবাকে ওভারটাইম
    করতে হ'তো। সেটা আমাদের জন্যই
    সপ্তাহে টানা ছ'দিন। সকালে উঠে
    দেখতাম বাবার পুরনো সাইকেল উধাও
    শুধু রোববার-রোববার দেখা যেতো ওই
    সাইকেল, চেন-কভার নেই, ছির্‌কুটে দাঁত
    বেড়ালের মতো খিঁচিয়ে, টম-ক্যাট্‌


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments