• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৩ | জুলাই ২০২১ | কবিতা
    Share
  • দুটি কবিতা : পূর্বিতা জানা পুরকায়স্থ



    || বিবাহবার্ষিকী ||

    রোজকারের মতো আজও পুবের জানালা খুলে আলো মাখলাম চোখে-মুখে
    তুমি বলেছিলে,    প্রথম স্নান করব রোজ একসাথে ভোরের আলোয়।
    মাঝখানে অনেক কাল কেটে গেছে
    হাওয়া বদলে গেছে
    জলও বাঁক নিয়েছে পশ্চিমে;
    শুধু আমি আজও পুবের জানালা ধরে
    দাঁড়িয়ে আছি একা;
    পায়ের নীচ দিয়ে অজস্র স্রোতের
    আনাগোনা আমাকে কঠিন করে;
    অভিমানী মন তবে এইটুকু বোঝে
    যতই অপমানিত করেছ
    ততই ঋদ্ধ করেছ আমায়।


    || মেয়েটা ||

    মনে পড়ে সেই মেয়ের কথা
    যে একদিন নদী হতে চেয়েছিল
    খরতোয়া কল্লোলিনী।
    শুধু     ভালোবাসা, নিজেকে
    দহন করা ভালোবাসা নিয়ে
    হাজার বছর ধরে
    বয়ে চলেছে সে
    ঋষির মগ্নতায়,
    সমুদ্রে মিশবে বলে।
    সমুদ্র তো অন্য কিছু চায়
    আরও অন্য কিছু
    যা মগ্নতা নয়
    তপস্যা নয়, অন্য কিছু
    যা ওই মেয়ে জানে
    জীবন তাকে কখনো দেবে না।



    অলংকরণ (Artwork) : অলংকরণ - সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments