• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮১ | জানুয়ারি ২০২১ | কবিতা
    Share
  • বিষাদকাব্য : অনুষ্টুপ শেঠ


    || ১ ||

    বাইরে থেকে দেখলে, রোজকার কমলালেবুর মত নরম, সহজ
    আর সহাস্য বেঁচে থাকা, ভ্রান্তিহীন।

    অন্তরঙ্গে
    ছাই হয়ে ঝরে ঝরে যাওয়া, প্রতিপল, প্রতিদিন।


    || ২ ||

    এক চিমটি ছাই বেড়ে দিয়েছিল কেউ
    সে মেয়েকে, শেষবেলার পাতে।

    সেই থেকে নিরন্ন বিস্বাদ জীবনের দলা
    উঠে আসে হাতে...


    || ৩ ||

    সারারাত জাগিয়ে রাখার মতো সুকঠিন যন্ত্রণারা
    হৃৎপিণ্ডে পা ফেলার পরে,

    হাত বাড়াতেও, জানো, ভয় করে।


    || ৪ ||

    দুহাতের পাতা জুড়ে
    কাটাকুটি খেলে গেছে জীবনের দাগ।

    শেষ অবধি গোল্লা আর ঢ্যাঁড়া... পড়ে থাকা বিবর্ণ বিরাগ।


    || ৫ ||

    এই হাতে, নাভিমূল-উৎসারিত একফালি গল্প ছিল,
    পূর্বজন্মস্মৃতি,

    সব ছাই উড়ে গেলে বসন্তবাতাসে,
    নাভিটুকু দিয়ে এসো জলে। যেরকম রীতি...




    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments