• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮১ | জানুয়ারি ২০২১ | কবিতা
    Share
  • কড়া : অরণি বসু


    বেরিয়ে পড়ি পথে, কড়া নাড়তে নাড়তে যাই—
    কেউ সাড়া দেয়, কেউ দেয় না,
    কেউ জাগে, কেউ জাগে না।
    কড়া নাড়তে নাড়তে এগিয়ে যাই—
    ঘৃণা - তাচ্ছিল্য - হাততালি - শুভেচ্ছা।

    অন্যের কড়া নেড়ে নেড়ে নিজেকেই জাগিয়ে রাখতে চাই।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments