• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮০ | অক্টোবর ২০২০ | কবিতা
    Share
  • একজন শবরের মৃত্যু : অমিত মণ্ডল


    এতদিন ছিল অবহেলা, অন্ধকার, চোখের আড়াল।

    মৃত্যু এনে দিল
    বস্তাভর্তি চাল, ওষুধের বাক্স, ঘর ছাওয়ার টিন,
    মিডিয়ার আলো। সেলিব্রিটিদের পদচারণা।

    রাজনীতি

    মুখ লুকিয়ে হাসে ভাঙাচোরা চৌকাঠ।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments