• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮০ | অক্টোবর ২০২০ | কবিতা
    Share
  • ডিভাইন ভিলানেল : নিরুপম চক্রবর্তী



    একদিন ভিলানেলে একটি শিশুর সঙ্গে একটি কুকুর
    সবুজ ঘাসের মাঠ পার হয়ে যেতে থাকে সমুদ্রের দিকে
    সমুদ্র অনেক দূর, তার আগে স্তব্ধ কোনো পুরোনো পুকুর

    তাদের ছবিটি ধরে রেখেছিলো, যেন এক প্রশান্ত মুকুর
    হঠাৎ উঠেছে ভরে, আলো ঝলসায় বুঝি অমল স্ফটিকে
    একদিন ভিলানেলে একটি শিশুর সঙ্গে একটি কুকুর

    স্কুলের হলুদ বাড়ি পার হয়, সমুদ্র তখনও বহুদূর
    গাঢ় নীল ঢেউ যার, সাদা ফেনা, আকাশের নীলটুকু ফিকে
    সমুদ্র অনেক দূর, তার আগে স্তব্ধ কোনো পুরোনো পুকুর

    এইসব দিব্য দৃশ্য দেখেছিল, কোনো এক নিরালা দুপুর
    স্বর্গীয় সংগীত হয়ে বেজেছিল একদিন স্তব্ধতার বুকে
    একদিন ভিলানেলে একটি শিশুর সঙ্গে একটি কুকুর

    কিছু স্মৃতি খুঁজে পায়, বিনুনি দোলানো এক লাজুক খুকুর
    সমুদ্র দ্যাখার গল্পে, শিশুটি তাকেই আজ মা বলে যে ডাকে
    সমুদ্র অনেক দূর, তার আগে স্তব্ধ কোনো পুরোনো পুকুর

    পার হলে, বড় হলে, শোনা যাবে না দ্যাখা সে সমুদ্রের সুর
    সে সমুদ্রে রাত হলে জলে জ্বলে আলো চিকচিকে
    একদিন ভিলানেলে একটি শিশুর সঙ্গে একটি কুকুর,
    সমুদ্র অনেক দূর, তার আগে স্তব্ধ কোনো পুরোনো পুকুর।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)