'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই ও অন্যান্য প্রকাশনার খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।)
Looking for An Address--Chhanda Chattopadhyay Bewtra's translation of Nabaneeta Dev Sen's Novel 'Thikana' has been by published by Parabaas. Cover design by Dipankar Ghosh.
Click here for details.
— দিবাকর ভট্টাচার্যের গল্পের বই 'গল্প সংগ্রহ'(*) প্রকাশিত হয়েছে। ('পরম্পরা', বইমেলা, ২০২০)।
— দেবারতি মিত্রর কবিতার বই 'পাখি ও পরি তখন' প্রকাশিত হয়েছে। ('শুধু বিঘে দুই', ২০২০)।
— সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের গল্পের বই 'রূপকথা ট্রাভেলস'(*) প্রকাশিত হয়েছে। ('সৃষ্টিসুখ', বইমেলা, ২০২০)।
— রঞ্জন রায়ের লোকজীবন/সমাজজীবন সংক্রান্ত বই 'ছত্তিশগড়ের চালচিত্র'(*) প্রকাশিত হয়েছে। ('সুন্দরবন প্রকাশন', বইমেলা, ২০২০)।
— অঞ্জলি দাশের গল্পের বই 'এক প্রজাপতি ও বৃক্ষলতা' নির্বাচিত গল্প সংকলন(*) প্রকাশিত হয়েছে। ('ঋত প্রকাশন', বইমেলা, ২০২০)।
— অতনু দের ২০-টি বিভিন্ন জঁর-এর গল্পের সংকলন 'শহরের সিম্ফনি' (*) প্রকাশিত হয়েছে। ('সৃষ্টিসুখ', বইমেলা, ২০২০; প্রচ্ছদচিত্রঃ মণিদীপা দে)।
— অনিতা অগ্নিহোত্রীর ছোটোদের গল্পের বই ছোটোদের গল্পমেলা ('সোপান', জানুয়ারি, ২০২০)। এবং A Day in the life of Mangal Taram translated by Rani Ray (Niyogi Books, 2020)
— উদয় চট্টোপাধ্যায়ের অনুবাদে এল. ভ্লাসভ ও ডি. ত্রিফোনভ-এর 'রসায়নের একশো সাত গল্প' ('বেস্ট বুক্স্', বইমেলা, ২০২০) প্রকাশিত হয়েছে। বাংলা অনুবাদটি রুশ ভাষায় লিখিত মূল বইটির ইংরেজি ভাষান্তর থেকে করা হয়েছে।
— কৌশিক সেন-এর উপন্যাস অমূল্যদার হোটেল ('প্রতিভাস', বইমেলা, ২০২০)।
— তিলোত্তমা মজুমদারের ছোটোদের উপন্যাস 'অপূর্ব রহস্য' আনন্দ পাবলিশার্স (জানুয়ারি, ২০২০)।
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।