• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৮ | এপ্রিল ২০২০ | কবিতা
    Share
  • উত্তরের হাওয়ায় : কালীকৃষ্ণ গুহ


    উত্তরের হাওয়ার ভিতরে দাঁড়িয়ে আমরা
    কথা বলছিলাম।
    বলেছিলাম:
    'শীত ভালো লাগছে আমাদের।'
    বলেছিলাম,
    'শীত আর ভালো লাগছে না আমাদের।'

    যারা তিরবেগে স্কুটার চালায়
    আর যারা
    মকরসংক্রান্তির ভোরে পুণ্যস্নান করে
    তাদের কারও সঙ্গে এ জীবনে
    দেখা হলো না।
    প্রবহমান এই জীবন নিয়ে অনেক প্রশ্ন
    করার আছে আমাদের।
    সমস্ত প্রশ্নই ব্যক্তিকে অতিক্রম
    করতে চায়।

    আমরা উত্তরের হাওয়ায় দাঁড়িয়ে
    প্রশ্ন করেছি শুধু ...


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments