• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৬ | সেপ্টেম্বর ২০১৯ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • খুশির সকাল : সুদীপ্ত বিশ্বাস


    ভোররাতে ছুটি যেই নিল শুকতারা
    পুবের আকাশটাকে রাঙালো যে কারা!
    নরম আলোতে এই সোনালী বেলায়
    মনটাও চুপিচুপি উড়ে উড়ে যায়।
    হিসাবের খাতা ভুলে না-জানা সে-দেশে
    মায়াবতী ছায়া মাখা অচেনা আবেশে
    বিভোর দুচোখ শুধু স্বপ্নের গানে,
    প্রকৃতি রাঙিয়ে দেয় সুরেলা সে তানে।
    কতদূর ভেসে ভেসে তারপর থামি,
    মনেহয় জীবনটা দামি, খুব দামি!
    চারিপাশে কত গাছ, কত ফুল-পাখি
    এত ফুল এত গাছ, সব নিয়ে থাকি।
    রাতজাগা তারা শেষে পাখির কূজন,
    এত সুর এত আলো, এত আয়োজন!
    ওই দেখ, কত মোটা ল্যাজটা পুষির!
    সব নিয়ে বেঁচে থাকা বড়ই খুশির।



    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)