• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৬ | সেপ্টেম্বর ২০১৯ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : সূর্য মণ্ডল


    ভ্রমণ

    সজল দিঘিটি তার জন্মের স্মৃতি

    সজল দিঘিটি ঘিরে
    বাঁশবন
    সীমিত ডাহুক

    আর কিছু চাওনি তো
    এসেছ যখন
    শীতল জলের বুকে
    রাখ হাত
    তর্পণ সার
    সাদা হাঁস
    নিয়ে যাবে জলের গভীরে

    হৃদয়ে নির্জন ঢেউ
    খেলা করে শোক
    মেঘেদের ছায়া কাঁপে
    জন্মের স্মৃতি

    ছিপ হাতে
    মগ্ন বালক
    যুবক পিতার সঙ্গে
    হেঁটে যায় রূপালি মীনের খোঁজে


    পুণ্য

    গাছের
    শেষ ফুলটিকে
    সংস্কার বশত রেখে আসি গাছে

    শেষ ফুলটি
    ভাগ্যবান

    শেষ ফুলটি রক্ষা পায়
    ঈশ্বরের করুণায়



    প্লাটফর্ম

    লাস্ট ট্রেন চলে যাক
    শুনশান স্টেশনে একটা সারমেয়ের পাশে
    শুয়ে থাকব
    আড়াআড়ি

    লাস্ট ট্রেন চলে যাক
    চায়ের দোকানি
    গুমটির ঝাঁপ বন্ধ করে,
    আলো নিভিয়ে
    দেবদূতের মতো মিশে যাক অন্ধকারে

    নির্জনতার সঙ্গে বহু দিন পর বসব মুখোমুখি ...



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)