• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৬ | সেপ্টেম্বর ২০১৯ | কবিতা
    Share
  • আমি চাই : সৈয়দ ইনামুর রহমান


    আমি চাই,
             আমার মরণদেহ নিয়ে যাক ঘন বাঁশবন দিয়ে --ছোট্ট লাল পিঁপড়ের গাড়ি।
             হরি হরি বলে যাক --কাক ও শকুন;
             আর, কান্না করে যাক --এই বাংলার শিয়াল ও কুকুর।
    আমি চাই,
             আমার মরণদেহ নিয়ে যাক ঘন বাঁশবনের পথটি দিয়ে-- এই পিঁপড়ের গাড়ি।
             আকন্দ ডালের চিতা থাক,--এই বাঁশবনের নিচে জলাঙ্গীর পাড়;
             আর, এই আকন্দের ফুলই হোক --আমার মরণের রজনীগন্ধা।
             চিতা নিয়ে বসে থাক --বাবলা গাছের সন্ধের পেঁচা;
             আর ,চিতা জ্বালাবার কেরোসিন ও আগুনটি হোক --এই জলাঙ্গীর জল ও সন্ধের লাল সূর্যটা।
    আমি চাই,
             ঘন বাঁশবনের পথটি দিয়েই নিয়ে যাক জলাঙ্গীর শ্মশান ঘাটে -এই লাল পিঁপড়ের গাড়িটা।




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments