• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | কবিতা
    Share
  • দুখতারণ : সমরেন্দ্র নারায়ণ রায়



    বেগম যেথায় কনীজ সবাই সেই মুলুকের দাস্তাঁ শোনো—
    জিব্রিল বা ফরিশতাদের আসবার নেই রাস্তা কোনো!
    সাধু, ফকীর, ঋষি ও পীর দলে দলে হেথায় এসে
    হাউয়া, রাধা, মা যশোদা, এদের কথাই শোনায় হেসে।
    বলে তারা একবারও কি, দেখরে চেয়ে আপন ঘরে,
    রয়েছে পড়ে আজ জুলেখা, দুখতারদের আঁকড়ে ধরে?
    নই আমি কেউ, বলছি তবু, যাচ্ছি বলে, শোনরে সবে,
    ভাঙ জঞ্জীর, পর্দা জ্বালা, আফতাবকে আনবি কবে?


    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)