'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই ও অন্যান্য প্রকাশনার খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।)
কবি পিনাকী ঠাকুর (২১ এপ্রিল ১৯৫৯ -- ৩রা জানুয়ারি ২০১৯)-এর মৃত্যুতে 'পরবাস' গভীরভাবে শোকাহত। আমরা তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানাই। 'পরবাস'-এ প্রকাশিত তাঁর কবিতা এখানে পড়ুন।
The Land Where I Found It All--Nandini Gupta's translation of Buddhadeva Bose's memoir 'Sab Peyechir Deshe' has been by published by Parabaas. Cover design by Ramendranath Chakravarty.
Click here for details.
Parabaas has published
Memories of Madhupur: Mid-Century Vignettes from East of India--Samarendra Narayan Roy's memoir, full of eclectic detail and eccentric personalities that created a rich, memorable world for a young boy transplanted from the metropolis of Calcutta. Cover and illustrations are by Dipankar Ghosh.
Click here for details.
বইয়ের একটি কাহিনির ভিত্তিতে লেখা কবিতা 'রাইগর মর্টিস'
Distant Thunder--Chhanda Chattopadhyay Bewtra's translation of Bibhutibhushan Bandyopadhyay's novel 'Ashani Sanket' has been by published by Parabaas. Cover design by Atanu Deb.
Click here for details.
— তিলোত্তমা মজুমদারের উপন্যাস 'ঝুমরা' আনন্দ পাবলিশার্স (নভেম্বর, ২০১৮) প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে।
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।