• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৭১ | জুন ২০১৮ | কবিতা
  Share
 • পথলুন্ঠন : সন্দীপ মিত্র


  আকাশে ভেসেছে সম্ভাবনার ভেলা
  জলজ প্রবাহে মসৃণ ছলাকলা
  অরণ্য-সবুজ মাখিয়েছে তুলিরং
  গাছেতে গাছেতে আলিঙ্গনের ঢং
  বিস্মৃতি আর স্মৃতির মধ্যিখানে
  দাঁড়িয়েছে এসে উদ্ভাবনের সং
  দূরপাল্লার ভ্রমণ দিয়েছে মিছে
  মৃগনয়নার আকুলিবিকুলি ঝোঁক
  এবার তাহলে যারপরনাই খিদের
  আকুতি-সিক্ত হেস্তনেস্ত হোক।
  যতদূর যাবে ভেবেছো রেলের গাড়ি
  তত দূর তোকে কেমনে গড়াবে চাকা
  পথলুন্ঠন ললাট লিখনে আঁকা
  বেদুইন হিয়া ভাসিয়েছে কমা, দাঁড়ি।


  অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)