• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭১ | জুন ২০১৮ | কবিতা
    Share
  • কুম্ভীলক : যশোধরা রায়চৌধুরী


    পূর্বাপর কবিদের বাক্য কল্প যতি।
    পূর্বাপর কবিতার ধ্বনি মুদ্রা গতি
    অতীতের মূর্তি খুলে বাহু স্তন যোনি
    সযত্নে স্থাপন কর হেথায়, লেখনী।
    নাসাপুট আনো, জোড়ো থুতনি কপাল
    কাগজে স্থাপন কর, দেখে মহাকাল।
    টুকে টুকে রাখ, কর শিজিল মিছিল
    শ্রোণী লেখ, ধ্বনি লেখ, লেখ অন্ত্যমিল
    প্রাচুর্যক্ষরণ লেখ, সংযমধারণও
    একে একে খুলে আনো বিধি ও বারণও
    বিষয় গ্রহণ কর, বিষয়ীকে ছেড়ে
    পূর্বাপর কবিদের গুষ্টিনাশ করে
    নিয়ত বিধান কর কালশূন্য লোক
    ইতিহাস লোপ পাক, স্মৃতি শূন্য হোক।
    তবু শূন্য হয়না স্মৃতি, তবু থেকে যায় জলদাগ
    ধারাবাহিকতা বলে দেয় ঠিক
                 কোন নদী থেকে আজ জন্মাল তড়াগ


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)