• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৮ | সেপ্টেম্বর ২০১৭ | কবিতা
    Share
  • বিরহকথন : অনুষ্টুপ শেঠ



    || ১ ||

    শহুরে সন্ধ্যা জুড়ে
    খুঁজে চলা আঙুলে আঙুল,
    এরকম বেঁচে থাকা ভুল, জানো, বড় ভুল।


    || ২ ||

    বহুল অভ্যাসে ঋদ্ধ
    ঘরে ফেরা, গাঢ় থেকে গাঢ়তর বিষাদ আনত,
    শূন্যতা এখানে যেমন, ও প্রান্তেও বেজে ওঠে তত।


    || ৩ ||

    আনচান বৃষ্টি বিকেলে
    কোথাও যাবার নেই, কেউ নেই ঘরফেরা মুহূর্তের ভাগী
    ইচ্ছেরা, অতএব, বর্ণহীন পথ বেয়ে, বিষণ্ণ বিবাগী।


    || ৪ ||

    মেঘ ঝরে। রোজ। অলক্ষ্যে। ঝরে দুই অপেক্ষার বুকে।
    ব্যবধান ভিজে ওঠে
    অকালবর্ষণের পড়ে পাওয়া সুখে।


    || ৫ ||

    এক নিমেষের মনকেমনে,
    দুজন জানে ঝড় শুধুই,
    আদরবেলার মাতাল হাওয়ার, ছোঁয়াছুঁয়ি।


    || ৬ ||

    এ আলো তোমায় ছুঁয়েছিল
    এই বলে ডুবে যায় চাঁদ।
    ভুলে যেতে যেতে ফের মনে পড়ে উষ্ণতার স্বাদ।


    || ৭ ||

    অনন্ত মনখারাপে ভিজে থাকে গাছ, জল, মাটি।
    তবু তীব্র জেগে থাকে
    প্রদীপের স্নিগ্ধ শিখাটি।


    || ৮ ||

    বারে বারে অনুভবে ছোঁয়া
    বারে বারে আদরে অভয়।
    দূরই তো, দূরত্ব তো নয়!


    || ৯ ||

    কিছু শব্দ মাঝরাতে বারিষ-মৌতাত বোনে
    কিছু শব্দ, "আজীবন" অঙ্গীকার।
    ফোনের আলগা আলো, বড় খাঁটি ভালবাসা সুরে,
    ছুঁয়ে থাকে এপার-ওপার।


    || ১০ ||

    যত দূরে দূরে বাস, তত যেন পাশাপাশি থাকি।
    অনেক ঘুমোবো আজ। নির্ভারে।
    পাশ ফেরো, কাঁধে মাথা রাখি।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments