• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৮ | সেপ্টেম্বর ২০১৭ | কবিতা
    Share
  • সুন্দর : কালীকৃষ্ণ গুহ


    তুমি ঘুমিয়ে পড়লে।
    আমি আমার ভাগ্য নিয়ে জেগে রইলাম।
    ভাগ্য মানি না তবু শব্দটাকে এড়াতে পারি না।
    শব্দটার যদি কোনো অর্থ থাকে তাহলে সেই অর্থ ভেঙে
    বিরাট একটা ভাঙনের মধ্যে গিয়ে দাঁড়াতে হবে
    যেন একটা ধ্বংসস্তূপই শেষ কথা।

    মনে হয় এখনো অনেক কাজ বাকি --
    অনেক স্মৃতি মুছে ফেলার কাজ
    গাছপালা পশুপাখি পোকামাকড়ের সঙ্গে
    সংযোগ স্থাপনের কাজ।

    আরও অনেক কল্পনাতীত কাজ বাকি আছে।

    তীব্র গ্রীষ্মে পুড়ে যেতে যেতে পাখি ডাকছে শুনেছি একদিন।
    এখন অন্যরকম সময়,
    এখন অভিশাপ পার হয়ে যাবার দিন

    ঘুমিয়ে পড়ে তুমি আরও সুন্দর হয়েছ....


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments