• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৭ | জুন ২০১৭ | প্রবন্ধ
    Share
  • বাাংলাভাষার ধাতু ও ক্রিয়া, এবং সঞ্জননী ধ্বনিতত্ত্ব : দেবদত্ত জোয়ারদার



    প্রেক্ষাপট

    গোড়ার কথা
        ১. ধাতু
       ২. বিভক্তি
       ৩. ধাতু ও বিভক্তি নির্ণয়: প্রথম স্তর


    রূপধ্বনিগত সমীক্ষা
       ৪. ধাতুর শ্রেণি: গণ
       ৫. লক্ষ্য
       ৬. ধাতু নির্ণয়: দ্বিতীয় স্তর
       ৭. একমাত্রিক ও বহুমাত্রিক: সিদ্ধ ও সাধিত ধাতু
       ৮. সমাপিকা, অসমাপিকা
       ৯. একশাব্দিক ও বহুশাব্দিক ক্রিয়া
       ১০. ধ্বনিতত্ত্ব (phonology): কয়েকটি ধাতু
             ১০.১ একমাত্রিক ধাতু
            ১০.১.১ গণ ১: একমাত্রিক অ-কারান্ত (ব-গোত্রের) √হ-আদি ধাতু
            ১০.১.২ গণ ২: একমাত্রিক বব্‌/বব্ব্‌/ব্বব্‌ গোত্রের: √কর্‌-আদি ধাতু
            ১০.১.৩ গণ ৫: একমাত্রিক ব্যঞ্জনান্ত (বাব্‌-গোত্রের) √কাট্‌-আদি ধাতু
       ১১. ক্রিয়ার রূপতত্ত্ব (morphology): বিভক্তি প্রকরণ

    ক্রিয়ার বানান প্রসঙ্গ (orthography)

    উপসংহার, টীকা ও উল্লেখপঞ্জি, গ্রন্থসূত্র

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)