• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৬৬ | মার্চ ২০১৭ | কবিতা
  Share
 • টুকরো কবিতা : অনুষ্টুপ শেঠ


  ।। ১ ।।

  বহুদূর হেঁটে যাবি? হাত ধরে?
  ধুলো, ঘাস, নিঃশব্দে পাতা ঝরা,
  আমাদের ঠেলে দেবে দূর থেকে দূরে, দিশাহীন,
  হারিয়ে যাবার মতো?
           মনগড়া?

  ।। ২ ।।

  কেউ দেখেনি একলা পাতার খসে পড়া, শেষরাতে।
  হাওয়ায় তবু মৃদু কাঁপন ভেসেছিল
  শোকপালনের অজুহাতে।

  ।। ৩ ।।

  মাটির সাথে ভাব পাতিয়ে
  মিলিয়ে যায় সূর্যরেখা।
  এক পলকে, জন্ম-বাঁধন,
  অসম্ভবের খাতায় লেখা।

  ।। ৪ ।।

  ঘরে ফিরি। আনন্দ-উৎসবে।
  আলো, হাসি, আরো কত হাবিজাবি অক্ষয়
  শরীরে জড়িয়ে নিই।
  প্রতি দিনে, সপ্তাহে, মাসে,
  ভরে ওঠে সর্বাঙ্গ সহজ অভ্যাসে।

  তোমাকে কোথায় নেবো তবে? ভয় হয়...

  ।। ৫ ।।

  বড্ড যখন ইচ্ছে করে
  একলা হয়ে আবার ছুঁই,
  বড্ড যখন মনখারাপে,
  নিয়ম ভুলে, আসবি তুই?

  ।। ৬ ।।

  পাতা খসে পড়ে, এ শহরে, গাড়ির ধোঁয়ায়
  দিন থেকে দিন, হিমঋতু বয়ে চলে,
  অনন্যোপায়, ভীরু চোখ বুঁজি,
  সেই অবসরে,
  খসে পড়ে রোদ, খসে পড়ে ভালোবাসা;

  পাতা খসে পড়ে, আমাদেরও জানালায়।

  ।। ৭ ।।

  এ হাত যদি ধরতে চাস,
  মুঠোয় নিবি সর্বনাশ।  অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)